মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে 'ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি' বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুর উপজেলাধীন সকল ইউনিয়নের ভিক্ষুকদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। যেসকল ব্যক্তি সক্ষম, দক্ষ কিন্তু আর্থিক কারণে স্বাবলম্বী হতে পারছে না তাঁদেরকে দক্ষতা অনুসারে ভিক্ষাবৃত্তি পেশা থেকে সরিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করে দেওয়াই উক্ত কর্মসূচির মূল লক্ষ্য। এতে একটি সমাজ ভিক্ষুকমুক্ত হবে এবং সোনার বাংলা গঠনে প্রত্যেকটি মানুষ অংশগ্রহণ করবে। ২০৪১ সালে উন্নত দেশের তালিকায় পদার্পনে দেশ হবে পুরোপুরি ভিক্ষুকমুক্ত।
ভিক্ষাবৃত্তি কোন সম্মানজনক পেশা নয়। ভিক্ষাবৃত্তিকে 'না' বলুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস